সোমবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী। এ বছর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান কুমিল্লায় উদযাপন করা হচ্ছে। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন।এদিকে দুপুর ১টা থেকেই আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের বিশেষ নজরদারি ও তল্লাশির মাধ্যমে আমন্ত্রিত অতিথিরা টাউনহল মাঠের ২টি গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন। অনুষ্ঠান মঞ্চে স্থানীয় শিল্পীরা দেশের গান ও নজরুল সঙ্গীত পরিবেশন করছেন। বিকেল ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে আসবেন বলে আয়োজকরা জানিয়েছেন। ## বিকেলে নজরুল জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীমো. কামাল উদ্দিন/এমজেড/পিআর