অর্থনীতি

রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ আসছে

আগামী ২০১৪-১৫ অর্থ বছরের বাজেটে রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।সোমবার সচিবালয়ে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকল ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডার) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি এ কথা জানান।এরপর অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ পাবেন শুধু ব্যবসায়ীরা এবং এই সুযোগটি আগামী বাজেটে দেওয়া হবে।মুহিত বলেন, হাইব্রিড গাড়ি আমদানির দাবিটি অনেক দিনের। চিন্তা করছি এবার সুযোগটি দিবো। দিয়ে দেখা যেতে পারে।অন্যদিকে, ব্যবসায়িদের আরেক সংগঠন ঢাকা চেম্বার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে, জ্বালানি তেলের দাম সম্বনয় করতে বলেন। জবাবে মুহিত বলেন, হ্যা, আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক দিন আগে কমেছে। আমরা সম্বনয় করিনি। কারণ আমদানি পর্যায়ে বিপুল ভর্তুকি দিতে হয় সরকারকে। তবে এখন সম্বনয় করার সময় এসেছে।অনুষ্ঠানে বারভিডার সভাপতি হাবীবুল্লাহ ডন এবং ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ সংগঠন দুটির নেতৃত্ব দেন।এসএ/জেআর/আরএস/পিআর