রাজধানীর কুড়িল বাসস্ট্যান্ডে মাইক্রোবাসে গারো তরুণীকে গণধর্ষণের ঘটনায় নির্যাতিত নারীকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সেই সঙ্গে মামলা গ্রহণ করতে দেরি করাকে কেন ‘অসাংবিধানিক’ ঘোষণা করা হবে না, এবং দায়িত্বে অবহেলার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।কয়েকটি মানবাধিকার সংগঠন নারীপক্ষ, মহিলা পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, আইন ও শালিস কেন্দ্রের করা রিটের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানি শেষে আদালত এই রুল জারি করেন।একই সঙ্গে যৌন হয়রানি ও যৌন সহিংসতা রোধে বিদ্যমান আইন ও প্রক্রিয়া পুনর্বিবেচনা করার জন্য অবসরপ্রাপ্ত বিচারক, আইনজীবী ও নারী অধিকার কর্মীদের নিয়ে একটি কমিটি করতে নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট।প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে রাজধানীর কুড়িল বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ গারো এক তরুণীকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর বিভিন্ন সংগঠনের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ দেখা গেলেও, পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।## ফুটেজ দেখে ধর্ষণকারীদের শনাক্তের চেষ্টা চলছে : মনিরুল ইসলামএসকেডি/বিএ/পিআর