লক্ষ্মীপুরের রামগঞ্জে নাসিমা আক্তার নামে এক গৃহবূকে হত্যার দায়ে তার স্বামী মোজাম্মেল হককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল পলাতক রয়েছেন।
লক্ষ্মীপুর জজ কোর্টের এপিপি আবুল বাশার এ তথ্য নিশ্চিত করছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৬ আগস্ট রাতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ নাসিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই মমিন উল্যা বাদী হয়ে নাসিমার স্বামী মোজাম্মেল হকসহ তিনজনকে আসামি করে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৬ নভেম্বর মোজাম্মেল হককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ২০০৯ সালের ৩ মার্চ মোজাম্মেলের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্য শুরু করেন আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন।
কাজল কায়েস/আরএআর/এমএস