ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ মেয়াদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজশাহী চেম্বারের মনোনীত মাতলুব আহমাদ। এছাড়াও প্রথম সহ-সভাপতি হয়েছেন বিজিএমইএ থেকে মনোনীত সফিউল ইসলাম মহিউদ্দিন ও চট্টগ্রাম চেম্বার থেকে মনোনীত মাহবুবুল আলম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।সোমবার বিকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের ভবনে নতুন পরিচালকরা তাদের নির্বাচিত করেন। এছাড়া আগামী ২৮ মে বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের নির্বাচনী আপিল বিভাগের পর্যবেক্ষণ শেষে অফিসিয়ালি চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।উল্লেখ্য, সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে মনোনীত হয় ২০ জন পরিচালক। এর মধ্যে ১০ জন চেম্বার ও ১০ জন অ্যাসোসিয়েশনের। মনোনীত পরিচালকদের রোববার সকালে নাম ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ।এর আগে শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হন। তবে তাদের মধ্য থেকে কেউই সভাপতি বা সহ-সভাপতির পদ পায়নি।এসআই/আরএস