জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় ইয়েমেনের শান্তি আলোচনা শুরুর মাত্র চারদিন আগেই আলোচনা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক কর্মকর্তা। রোববার ওই কর্মকর্তা বলেন, আমি এটা নিশ্চিত করে বলতে পারি, বৈঠকটি স্থগিত করা হয়েছে। বৈঠকে কারা যোগ দেবেন এ অনিশ্চয়তার প্রেক্ষাপটে তা স্থগিত করা হয়েছে। এর আগে শনিবার ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বো মনসুর হাদি সম্মেলনে যোগদানের বিষয়ে তার প্রবাসী সরকারের কিছু পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে শিয়া বিদ্রোহীদের দখলকৃত অঞ্চল থেকে তাদের প্রত্যাহারের বিষয়টিও রয়েছে। গত মার্চ মাসের শেষের দিকে ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় হাদির শক্তিশালী ঘাঁটি এডেনের দিকে শিয়া হুতি বিদ্রোহীরা অগ্রসর হতে থাকলে তিনি সৌদি রাজধানী রিয়াদে পালিয়ে যান। সরকারি বার্তা সংস্থা সাবার খবরে বলা হয়, হাদি বলেছিলেন, তিনি বৃহস্পতিবারের আলোচনার (বর্তমানে স্থগিত) পক্ষে রয়েছেন। তবে একইসঙ্গে তিনি জাতিসংঘকে ইয়েমেনের দখলে নেয়া বিভিন্ন এলাকা থেকে হুতি বিদ্রোহীদের চলে যাওয়ার বিষয়ে জোরালো চাপ দিতে বলেন। এসকেডি/বিএ/আরআইপি