লক্ষ্মীপুরে খালেদ সাইফুল্লাহ তামিম নামে এক মাদরাসাছাত্র তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। সোমবার সকালে মাদরাসার উদ্দেশ্যে বের হয়ে সে আর বাড়ি ফিরেনি। এ ঘটনায় বুধবার সকালে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ তামিম সদর উপজেলা ভাঙ্গাখাঁ ইউনিয়নের হোগল ডহুরী এলাকার মো. আবদুর রহিমের ছেলে। সে লক্ষ্মীপুর শহরের আইডিয়াল ক্যাডেট আলিম মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র।
নিখোঁজের পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন সকালে তামিম পাঞ্জাবি ও পাজামা পড়ে লক্ষ্মীপুরে মাদরাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু সন্ধ্যা হলেও সে বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি করতে থাকেন। মাদরাসায় গিয়ে জানতে পারেন, তামিম ওইদিন মাদরাসায় আসেনি।
নিখোঁজের বাবা আবদুর রহিম বলেন, সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও ছেলের সন্ধান পাইনি। আমি সুস্থ অবস্থায় ছেলেকে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বলেন, এ ঘটনায় থানায় জিডি হয়েছে। নিখোঁজের সন্ধানে অভিযান চলছে।
কাজল কায়েস/আরএআর/এমএস