নওগাঁর মান্দায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবীব (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। সোমবার দুপুর ৩ টার দিকে জোতবাজার-ফতেপুর সড়কের সোনাডাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান হাবীব নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের মৃত রহিম বক্সের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, মকলেছুর রহমান (৩৮) ও আবু তাহের (৩৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত মকলেছুর রহমান ও আবু তাহের মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের প্রসাদপুর বাজারে যাচ্ছিলেন। এসময় নিহত আহসান হাবীব চকশৈল্যা বাজার থেকে নিজ বাড়ি হাটকালুপাড়া গ্রামে ফিরছিলেন। এদিকে সোনাডাঙ্গা স্থানে একটি ভ্যান গাড়িকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তিনজনই আহত হয়। তবে আহসান হাবীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। মকলেছুর ও আবু তাহেরকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত কেউ মামলা দায়ের করেন নি।এসএস/পিআর