দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবলীগের কমিটি গঠন

লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের তমিজ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটির অনুমোদন দেয়া হয়।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপু ও যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া এ কমিটি অনুমোদন দেন।কমিটিতে পুনরায় তাফাজ্জল হোসেন চৌধুরী টিটুকে আহ্বায়ক, মাহবুবুল হক মাহবুব ও ইসমাইল হোসেনকে যুগ্ম-আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের আহ্বায়ক আল-আমিন ভূঁইয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, সাবেক ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন হ্যামেল ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কনক কারী প্রমুখ।

কাজল কায়েস/এএম/আরআইপি