রাজনীতি

বিএনপি ভারতবিরোধী রাজনীতি করে না : রিপন

বিএনপি ভারতবিরোধী নয়, জনগণের স্বার্থে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিক বিয়ষক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিএনপির পক্ষ থেকে অগ্রিম স্বাগত জানিয়ে তিনি বলেন, মোদি পৃথিবীর মধ্যে একজন দুরদর্শী মানুষ। তিনি যে দেশেই গিয়েছেন সেখানেই জনগণের মন জয় করেছেন। আশা করি তিনি বাংলাদেশের মানুষের মনও জয় করবেন।তিনি আরো বলেন, সম্প্রতি ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়ন করে বন্ধুত্বের হাত প্রসারিত করেছে। বাংলাদেশ সফরকালে মোদি অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এ নেতা।বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে মোদির সাক্ষাৎ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাই প্রোফাইল নেতাদের সিডিউল বিশেষ কারণে প্রকাশ করা হয় না। তাই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ হচ্ছে কিনা তা এখন বলা যাচ্ছে না।এমএম/জেআর/এসএইচএস/আরআই