শরীয়তপুর জেলার সদর উপজেলার রুদ্রকর গ্রামের মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের পক্ষ থেকে বৃহস্পতিবার মানববন্ধন, প্রতিবাদ সভা ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শরীয়তপুর জেলা ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ ছাত্তার খানের নির্দেশে মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক সরদার, সহকারী কমান্ডার ইদ্রিস আহম্মেদ, মো. জানে আলম, শওকত মাদবর, সদর উপজেলা সহকারী কমান্ডার আ. আজিজ শিকদার, সিরাজ খান ও আ. রহমান খানসহ জেলা, উপজেলার মুক্তিযোদ্ধারা। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত সেকান্দার আলী সরদারের ছেলে হায়দার আলী সবুজ, মেয়ে জাহিদা আক্তার মনিসহ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।মো. ছগির হোসেন/এসএস/আরআইপি