শেরপুর পৃথক স্থানে পানিতে ডুবে এক স্কুলছাত্রী এবং বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে ডোবার পানিতে পড়ে রিয়া মনি (১১) নামে এক শিশুর মৃত্যু হয়। সে ভাতশালা গ্রামের গোলাম রসুলের মেয়ে এবং স্থানীয় নতুন কুঁড়ি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. নজরুল ইসলাম ও ভাতশালা ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, শ্রীবরদী উপজেলার আটাকান্দা গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তা মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
হাকিম বাবুল/এএম/এমএস