জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম বলেছেন, একটি সন্তানকে মাদক মুক্ত ও সুস্থ পরিবেশে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ও খেলাধুলার বিকল্প কিছু নেই।
তিনি বলেন, শিক্ষা জ্ঞান অর্জনে এবং খেলাধুলা প্রতিভা বিকাশে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। ফলে মেধাবীদের কোনো অপকর্ম ও মাদক কাছে টানতে পারে না।
সোমবার দিনাজপুর তফিউদ্দিন মেমোরিয়াল স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ক. খ আলাউল হাদি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
এমদাদুল হক মিলন/এএম/আরআইপি