অবৈধভাবে প্রবেশের দায়ে আটক ৬ শিশু-কিশোরকে ফেরত পাঠিয়েছে ভারত। বছর খানেক আগে আটক এসব শিশু-কিশোর কেউ এক বছর কিংবা তারও বেশি সময় আটকের পর আশ্রয়ে ছিল ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শুভায়ন নামের এক সরকারি হোমে।
বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতের হিলি ইমিগ্রেশনের ওসি নাজির হোসেন বাংলাদেশ হিলি ইমিগ্রেশনের ওসি আফতাব হোসেনের কাছে তাদের হস্তান্তর করেন। এসময় বিজিবি-বিএসএফ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিরে আসা শিশু-কিশোররা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাগদহ গ্রামের মজনু মিয়ার ছেলে নাজমুল হক (১৬), ধনীরামপুর গ্রামের আবুল হোসেনের ছেলে স্বাধীন হোসেন (১৭), ফরিদপুরের নগরকান্দা উপজেলার জগদিয়া গ্রামের খসরু শেখের ছেলে সোহান শেখ (১২), সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত পান্না শেখের ছেলে মুন্না শেখ (১১), দিনাজপুরের বিরল উপজেলার মৌচুনা গ্রামের কেকারু রায়ের ছেলে সাগর রায় (১৩) ও ঘোড়াঘাট উপজেলার কুন্দারাম গ্রামের আলম হোসেনের ছেলে আব্দুর রহমান (১৪)।
ইমিগ্রেশনের ওসি আফতাব হোসেন জানান, ফেরত আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর বিএসএফ এর হাতে আটক হয়। তারপর থেকেই তারা বালুরঘাট শুভায়ন সরকারি সেভ হোমে ৮ মাস থেকে ১৬ মাস পর্যন্ত আটক ছিলো। ফেরত আসার পর তাদের পরিবারের কাছে দেয়া হয়েছে।
উল্লেখ্য, বছর খানেক আগে এরা কেউ দালালের খপ্পরে, কেউ ঘুরতে গিয়ে আটক হয়। তারপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) নির্দেশে চাইল্ডলাইনের মাধ্যমে শুভায়ন হোমে আশ্রয় পায় এই কিশোররা।
এমদাদুল হক মিলন/এমএএস/জেআইএম