দেশজুড়ে

এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় ফেল করায় নাটোরে শারমিন খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার আড়াইটার দিকে সদর উপজেলার চন্দ্রকলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শারমিন একই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।নিহতের স্বজনরা জানায়, এ বছর চন্দ্রকলা এসআই উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শারমিন খাতুন। দুপুর আড়াইটার দিকে শারমিনের বাবা আনোয়ার হোসেন মোবাইল ফোনে মেয়েকে পরীক্ষায় অকৃতকার্যের খবর জানায়। এতে শারমিন খাতুন নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এঘটনা পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে নাটোর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।এবিষয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এমএএস/আরআইপি