দেশজুড়ে

বিএনপির কর্মসূচিতে পুলিশি বাধা, ২০ নেতাকর্মী আটক

মাদারীপুরের শিবচর উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় বিএনপি ও যুবদলের একাংশের ২০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের লাঠিচার্জে ১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি নেতারা।

বিনা অনামুতিতে শিবচর পৌর এলাকায় বড় ধরনের মোটরসাইকেল বহর নিয়ে জড়ো হওয়া এবং শোডাউন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে শিবচর থানা পুলিশের ওসি জাকির হোসেন মোল্লা জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বিএনপির ঘোষিত সদস্য সংগ্রহ কর্মসূচির অনুযায়ী শুক্রবার সকালে চর গুয়াতলা চৌধুরি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে পুলিশ বিনা উস্কানিতে দলীয় নেতাকর্মীদের ওপর চড়াও হয়।

এ সময় পুলিশ ধাওয়া করে শিবচর উপজেলা বিএনপির একাংশের যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন হাওলাদার, মাহাবুবুর রহমান, শহীদুল ইসলাম, শিবচর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম, উপজেলা যুবদলের সভাপতি বাকাউল করিম খান, চরজানাজাত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম শান্ত বেপারী, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, শিবচর পৌর যুবদলের সভাপতি মো. শাহীন গোমস্তা, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা মোল্লা, জসিম মৃধা, যুবদল কর্মী নোমান মোল্লা, মতিন আকন, রিকন মাদবর, তুহিন মুন্সী, আরফাজ মাদবর, লিটু বেপারী, বিল্লাল শিকদার ও আকতার শিকদারসহ ২০ জনকে আটক করে।

পুলিশ তাদের ধাওয়া করেলে নেতাকর্মীরা মোটর সাইকেল ফেলে দ্রæত এলাকা থেকে সটকে পড়েন। এ সময় পুলিশ নেতা-কর্মীদের ফেলে যাওয়া ২৪টি মোটর সাইকেল পুলিশ থানায় নিয়ে আসে।

আটকরা জানান, তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং ২০ নেতাকর্মীকে পুলিশ আটক করেন। তাদের ব্যবহৃত ২৪টি মোটরসাইকেল থানায় নিয়ে যায় বলে অভিযোগ করেন তারা। আটক সবাই শিবচর উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক কামাল-জামাল নুরুদ্দিন মোল্লার সমর্থক বলে দাবি করেন তারা।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা জানান, বিএনপির একাংশের নেতাকর্মীরা বিনা অনামুতিতে শিবচর পৌর এলাকার চৌধুরী বাড়িতে জড়ো হয়। তারা শিবচর বাজার দিয়ে মোটরসাইকেল বহর নিয়ে জড়ো হওয়ায় এলাকায় ভীতির সৃষ্টি হয়। এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

উল্লেখ্য, শিবচর বিএনপির দুটি গ্রুপ বিদ্যমান। একাংশের নেতৃত্বে রয়েছেন কামাল জামাল নুরুদ্দিন মোল্লা আর অপর অংশ ইয়াজ্জেম হোসেন রোমান। ইয়াজ্জেম হোসেন রোমানের সমর্থকরা তাকে শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দাবি করে আসছেন।

এ কে এম নাসিরুল হক/এএম/এমএস