দেশজুড়ে

সিরাজগঞ্জে সাপের কামড়ে যুবতীর মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালীতে সাপের কামড়ে রুমা খাতুন (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত রুমা খাতুন উপজেলার ঘোরজান ইউনিয়নের আব্দুল বারেকের মেয়ে।ঘোরজান ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান মন্টু জানান, রুমা প্রকৃতির ডাকে সারা দিতে শনিবার ভোরে ঘর থেকে বাইরে বের হলে একটি বিষাক্ত সাপ তাকে ছোবল মারে। সাপের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোক ছড়িয়ে পড়ে।বাদল ভৌমিক/এসএস/আরআই