সমাজ সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় লক্ষ্মীপুরে নয় গুণী ব্যক্তিকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে শহরের তমিজ মার্কেটস্থ কার্যালয়ে অনলাইন নতুন সংবাদ টোয়েন্টিফোর ডট কমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
গুণীজনরা হলেন- লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামছুল ইসলাম, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা বিএমএ’র সভাপতি আশফাকুর রহমান মামুন, সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন, জেলা সাহিত্য সংসদের (লজেসাস) সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ও উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমরান হোসেন নান্নু।
জেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা, সমাজ সেবা, স্বাস্থ্য, সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাদের এ সম্মাননা দেয়া হয়েছে।
পত্রিকাটির সম্পাদক বি এম সাগরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, সাংবাদিক আতোয়ার রহমান মনির, কাজল কায়েস, শহিদুল ইসলাম, সাজ্জাদুর রহমান ও মাহবুবুল আলম মিন্টু।
কাজল কায়েস/এএম/এমএস