রামদা তৈরির অভিযোগে মাদারীপুরে মহাদেব বাড়ৈ (৪০) ও সুজন ভৌমালি (৩০) নাম দুই কামার শ্রমিককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার মস্তফাপুর বাজার থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, মাদারীপুর সদর থানার এএসআই হুমায়ুন অভিযান চালিয়ে মহাদেব বাড়ৈ ও সুজন ভৌমালিকে আটক করেছে। আটক মহাদেব মস্তফাপুর ইউনিয়নের জইয়ার গ্রামের যাদব বাড়ৈর ছেলে। অপর আটক সুজন একই এলাকার সুকুমার ভৌমালির ছেলে।একেএম নাসিরুল হক/এআরএ/আরআইপি