ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি প্রাইভেটকারসহ সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টা দিকে পীরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেনুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছোরা, লোহা কাটার কাঁচিসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন গোপালগঞ্জ জেলার ফিরোজ হোসেন (৩৮), বগুড়ার জাকিরুল ইসলাম (২৮), ঝালকাঠির দেলেয়ার (৪৫), ফরিদপুরের বাদশা (২৯), বরগুনা জেলার নাইমুল ইসলাম কিবরিয়া (২৮) ও পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর ফারুক ওরফে রাজু ওরফে রাজিব (২৮)।
ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, পীরগঞ্জের রাজিবের নেতৃত্বে সংগঠিত হয়ে বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।
মো. রবিউল এহসান রিপন/এএম/আরআইপি