দেশজুড়ে

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক

টানা ১০ দিন পর কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। গতকাল শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে একটি নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল শুরু হয়। আজ শনিবার সকাল থেকে ওই চ্যানেল দিয়ে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে দীর্ঘদিন বন্ধ থাকা রো রো ও টানা ফেরিসহ সকল ফেরি চলাচল শুরু করেছে। ঘাটে বর্তমানে যানজট নেই বললেই চলে।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাটের অবস্থা স্বাভাবিক হওয়ায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তবে নৌ পথের দূরুত্ব কিছুটা বেড়েছে। এই রুট দিয়ে ৮৬টি লঞ্চ ও প্রায় দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ব্যবস্থাপক আ. মমিন মিয়া জানান, আজ সকাল থেকেই দীর্ঘদিন বন্ধ থাকা রো রো ও টানা ফেরি নতুন চ্যানেল দিয়ে পরিবহন বোঝাই করে কাঁঠালবাড়ি থেকে ছেড়ে যাচ্ছে। কিছুটা পথ এ ফেরিগুলো নতুন চ্যানেল দিয়ে ওয়ান ওয়ে পার হবে। তবে এই রুট দিয়ে ৮৬টি লঞ্চ ও প্রায় দুই শতাধিক স্পিডবোট চলাচল করছে।

একে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম