হৃৎপিণ্ডের একটি ভাল্বের সমস্যায় ভুগছে ঠাকুরগাঁওয়ের ৯ বছর বয়সী ফয়সাল আহমেদ। দীর্ঘদিন ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিলেও কোনো লাভ হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ফয়সালের হৃৎপিণ্ডের অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ, এটা করা যাবে না। তবে তারা এটাও জানিয়েছে, ভারতের ভেলোরে এ রোগের অপারেশন যত্নসহকারে হয়।
অর্থের অভাবে ভারতে নিতে না পারায় বর্তমানে বিনা চিকিৎসায় বাড়িতে মৃত্যুশয্যায় দিন কাটাচ্ছে ফয়সাল। চোখের সামনে তার সহপাঠীরা স্কুলে গেলেও সে বিছানা ছেড়ে উঠতে পারছে না।
ফয়সাল সদর উপজেলার জামালপুর বড়পূর্গী গ্রামের দিনমজুর ভাটা শ্রমিক ওমর ফারুকের ছেলে। সে ৯৩নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক অধ্যাপক ডা. মো. শরিফুজ্জামান ফয়সালকে সুস্থ করতে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু দীর্ঘ তিন বছরে ফয়সালের দিনমজুর বাবা ছেলের চিকিৎসা করাতে দুই লাখ খরচ করেছেন। কিন্তু আর পারছেন না তিনি।
ছেলেকে ভারতে চিকিৎসা করালে সুস্থ হবে এটা জানার পর ভিটে-বাড়ি বন্ধক রেখে ইতোমধ্যে আড়াই লাখ টাকা জোগাড় করেছেন ওমর ফারুক। কিন্তু ভারতে চিকিৎসা বাবদ প্রায় ৪ লাখ টাকা খরচ হবে বলে জেনেছেন তিনি। এজন্য আরও দেড় লাখ টাকা প্রয়োজন ফয়সালের চিকিৎসার জন্য।
ফয়সালের বাবা ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ইতোমধ্যে তিনজনের পাসপোর্ট ও ভিসা করেছি। কিন্তু বাকি টাকা জোগাড় করতে না পারায় যেতে পারছি না।
তিনি বলেন, ৮ আগস্ট ছেলেকে ঢাকা থেকে বাড়ি নিয়ে আসার পর থেকে তার শরীরের অবস্থা খুব খারাপ। দিন দিন শুকিয়ে যাচ্ছে সে। সমাজে অনেক বৃত্তবান মানুষ আছেন, সবাই একটু সহযোগিতা করলে আমার ছেলেকে ভারত থেকে সুস্থ করে আনতে পারব।
৯৩নং জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ হোসেন বলেন, ফয়সাল এ বিদ্যালয়ের চর্তুথ শ্রেণির ছাত্র। সে দীর্ঘদিন ধরে হৃৎপিণ্ডের ভাল্বের সমস্যায় ভুগছে। আমরা দোয়া করি সবার সহযোগিতায় সে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।
ফয়সালকে কেউ সহযোগিতা করতে চাইলে তার বাবার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠাতে পারেন। ব্যাংক হিসাব নং ওমর ফারুক, এস/বি নং ১০০০০৮২০২, সোনালী ব্যাংক, শিবগঞ্জ শাখা, ঠাকুরগাঁও।
এছাড়া সরাসরি যোগাযোগ করেও সহযোগিতা করতে পারেন ওমর ফারুকের মোবাইল নম্বরে ০১৭৮১-০৪০০৮৮।
রিপন/এমএএস/আইআই