দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ট্রেনেকাটা পড়ে রিকশা চালকের মৃত্যু

চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছে ট্রেনেকাটা পড়ে আসমান (৪০) নামে এক রিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আসমান সদর উপজেলার বেলগাছি গ্রামের মৃত মহিউদ্দীনের ছেলে।     জানা যায়, বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেলস্টেশনের কাছে পৌঁছায়। এসময় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আসমান গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সালাউদ্দিন কাজল/এসএস/এমএস