চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফারহান সাকিব নামের ওই ছাত্র উপজেলার জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় পাহাড়ের নিচ থেকে জবাই করা গলিত মরদেহটি উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এ ব্যাপারে কোনো কিছু জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে অপহরণের পর সন্ত্রাসীরা তাকে জবাই করে হত্যা করে।হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক মো. হামিদ। নিহত ফারহান সাকিব উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের মোবারক ঘোণা গ্রামের নাসির আহম্মদের ছেলে।
জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাস সরকার জানান, ফারহান সাকিব স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। তার পরীক্ষা চলছিল, কিন্তু পরীক্ষায় অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের পক্ষ থেকে খোঁজ খবর নেওয়া হলে পরিবার নিঁখোজের বিষয়টি জানায়। পরে পরিবারের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় একটি অভিযোগ দেওয়া হয়।
আরএস