দেশজুড়ে

সিরাজগঞ্জে ১৭শ বস্তাভর্তি ভিজিডি চাল উদ্ধার

সিরাজগঞ্জ শহরের একটি গোডাউনে অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৭৫ হাজার ৩শ ৯০ কেজি ভিজিডি’র চাল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এ ঘটনায় অভিযুক্ত গোডাউন মালিক আব্দুর রাজ্জােকে (৪৪) আটক করা হয়েছে।

বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে পৌর এলাকার রেল গেট সংলগ্ন মেসার্স রাজ্জাক ট্রেডার্সের চালের গোডাউনে এ অভিযান চালানো হয়। আটক আব্দুর রাজ্জাক বেলকুচি উপজেলার নিশিন্তপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও বেলকুচির রাজ্জাক ট্রেডার্সের মালিক।

সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ সুমন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল উদ্দীন এ অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ সুমন জানান, সরকারি চাল দীর্ঘদিন যাবত শহরের ফজলুল হক রোডস্থ গোডাউনে অবৈধভাবে মজুদ রেখেছিলেন আব্দুর রাজ্জাক। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাত থেকে রাজ্জাক ট্রেডার্সের ওই চালের গোডাউন ঘিরে রাখা হয়। সকালে গোডাউনের মালিক আব্দুর রাজ্জাক আসার পর অভিযান শুরু করা হয়।

এসময় গোডাউনে থাকা সরকারি খাদ্য অধিদফতরের সিলমোহরকৃত ১৭শ ৬টি বস্তাভর্তি ৭৫ হাজার ৩শ ৯০ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজ্জাক ট্রেডার্সের মালিক আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফয়সাল উদ্দিন জানান, উদ্ধার হওয়া ওই চালগুলো দুস্থ নারীদের জন্য বরাদ্দ ছিল। এসব চাল ৩০ কেজি করে প্রতিমাসে ভিজিডি কার্ডধারী নারীদের দেয়া হতো। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস