ফরিদপুর থেকে ছিনতাই হওয়া ১৮ টন চিনিগুড়া চালভর্তি একটি ট্রাক মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার কলেজ মোড় এলাকা থেকে চালগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে চাপাঁইনবাবগঞ্জের মফিজ অ্যাগ্রো ফুড মিল থেকে ১৮ টন চিনিগুড়া চাল বোঝাই করে একটি ট্রাক বরিশালের মরিচপট্টির একটি আরতের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রাকটি গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর পৌঁছালে ছিনতাইকারীরা গাড়ির গতিরোধ করে। এ সময় তারা গাড়ির চালককে হাত, পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে মাদারীপুরের শিবচরের কলেজ মোড় এলাকা থেকে চালভর্তি ট্রাকটি উদ্ধার করে পুলিশ। তবে ছিনতাইকারী চক্রের কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম