বর্তমানে দেশে ডাক বিভাগে ২ হাজার ৯৬৭টি শূন্যপদ আছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার নারায়নগঞ্জ-১ আসনের গোলাম খাস্তগীর গাজীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।মন্ত্রী বলেন, শূন্য পদগুলোর মধ্যে ১ম শ্রেণির ৬৪টি, ২য় শ্রেণির ৩১টি, ৩য় শ্রেণির ১ হাজার ৯২৭ এবং চতুর্থ শ্রেণির ৯৪৫টি পদ আছে।তিনি বলেন, ১ম ও ২য় শ্রেণির পদসমূহ সরকারি কর্মকমিশনের মাধ্যমে পূরণের কার্যক্রম চলমান রয়েছে। সরাসরি পূরণযোগ্য ৩য় শ্রেণির পদের মধ্যে জরুরি ভিত্তিতে ৬৪৫টি পদে ডাক বিভাগের মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া ৪র্থ শ্রেণির শূন্যপদে নিয়োগ কার্যক্রমের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা চলমান থাকায় উক্ত শূন্যপদসমূহ পূরণ করা সম্ভব হচ্ছে না।এইসএস/একে/আরআই