দেশজুড়ে

নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফারাবাড়ি নামক স্থানে নৈশকোচের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০জন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, রাণীংশকৈল উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রোমার এন্টারপ্রাইজ নামে একটি নৈশকোচ উপজেলার ফাড়াবাড়ি নামক স্থানে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ইজিবাইকের তিনযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। কোচের যাত্রীসহ আহত হন প্রায় ১০ জন। এ সময় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় আহতদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

রবিউল এহসান রিপন/আরএআর/আইআই