লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে ঝড়ে নৌকাডুবির ঘটনায় মো. বাবলু (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছিদ্দিক উল্লাহ (২৪) নামের আরও এক জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে রামগতির মেঘনা নদী থেকে স্থানীয়রা নিহত জেলের মরদেহ উদ্ধার করে। এরআগে বৃহস্পতিবার রাতে নদীতে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি নৌকা জেলেসহ ডুবে যায়।
নিহত বাবলু রামগতি উপজেলা চর আফজাল গ্রামের ধনু মিয়ার ছেলে। এছাড়া নিখোঁজ ছিদ্দিক চরদরবেশ গ্রামের আবদুল ওহাবের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, রাতে মাছ ধরার সময় নদীর বয়ারচর এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১০-১২টি নৌকা ডুবে যায়। এসময় ২ জেলে নিখোঁজ হয়। একজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হলেও অপরজনের সন্ধানেরর চেষ্টা চলছে।
কাজল কায়েস/এফএ/আইআই