দেশজুড়ে

মুঠোফোনই কাল হলো শহিদুলের

মুঠোফোনে কথা বলার সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে গিয়ে পাওয়ার ট্রলিরচাপায় শহিদুল ইসলাম (২৫) নামে এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকালে নাটোরের লালপুর-ঈশ্বরদী সড়কের গোকুল নগর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার বড় বাদকয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।লালপুর থানা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ঈশ্বরদী রেলস্টেশনে যাওয়ার জন্য লালপুর থেকে সিএনজিচালিত অটোরিকশার সামনের সিটে বসেন। চলন্ত গাড়িতে মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে লালপুর-ঈশ্বরদী সড়কের গোকুলনগর রাজু সিনেমা হলের কাছে হঠাৎ সিএনজিচালিত অটোরিকশা থেকে পড়ে গেলে পেছন থেকে আসা একটি পাওয়ার ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের স্বজনরা জানান, শহিদুল ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করতেন। ছুটিতে বাড়ি এসে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এসএস/আরআইপি