দেশজুড়ে

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ ইউএনও আত্রাইয়ের

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ পর্যায়ে বাছাই মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সিদ্ধান্তে এবার নওগাঁর আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেছুর রহমান শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হন।

জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বরে আত্রাই উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোখলেছুর রহমান যোগদান করেন। এরপর থেকে তিনি আত্রাই উপজেলার শিক্ষা, বেকারত্ব দূরীকরণ, বাল্যবিবাহ রোধ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সকল ক্ষেত্রে আমূল পরিবর্তন আনয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

গত ১ বছর ১০ মাসে শিক্ষাক্ষেত্রে কঠোর পরিশ্রম করে আত্রাই উপজেলায় তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন। বিভিন্ন বিদ্যালয়ে মনিটরিং ব্যবস্থার কারণে ঝরে পড়া রোধ, শিক্ষার্থিদের শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ, খাতা কলম বিতরণ, মিড-ডে মিল কার্যক্রম, মা সমাবেশ, কাব স্কাউট সম্প্রসারণসহ প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। এসব কর্মকাণ্ডের জন্যই রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোখলেছুর রহমান জানান, সরকারের দেয়া দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন তিনি। এ উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ ও মিড- ডে মিল কর্মমসূচি চালু করায় শিক্ষার্থী ঝরে পড়ার হার ১ ভাগে নেমে এসেছে। শিক্ষার মান পূর্বের তুলনায় অনেক উন্নতি হয়েছে। মানসম্পন্ন পাঠদানসহ শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, অভিভাবকদের সমন্বয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সবরকম প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত হওয়ায় আত্রাইয়ের বিভিন্ন স্কুল কলেজ, প্রেসক্লাবসহ ব্যক্তিগত প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোখলেছুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আব্বাস আলী/আরএআর/আরআইপি