জয়পুরহাট সদর উপজেলার ধামুইরহাট-জয়পুরহাট সড়কের শিমুলিয়া গ্রামের কাছে আলু বোঝাই ট্রাক উল্টে আমিনুর রহমান (৪০) নামে এক শ্রমিক নিহত ও আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুর নওগাঁর বদলগাছী উপজেলার জালালপুর গ্রামের আবু তালেবের ছেলে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ কোল্ডস্টোরেজ থেকে বীজ আলু নিয়ে ট্রাকটি শিমুলিয়া বাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় শ্রমিক আমিনুর ট্রাকের উপর থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
রাশেদুজ্জামান/এফএ/এমএস