দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে পেন্সিলের সহায়তা

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহ বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমে ফেসবুকের সাহিত্য চর্চার গ্রুপ পেন্সিলের ৩৪ হাজার সদস্যের সহায়তায় ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলাধীন জগদল গ্রামের ১৫টি পরিবারের জন্য গৃহ নির্মাণ সামগ্রী এবং এক মাসের খাবার বিতরণ করা হয়েছে।

আমিরাতে অবস্থিত পেন্সিলের সদস্য কবি ও লেখক আব্দুল্লাহ আল শাহীন জাগো নিউজকে এ তথ্য জানান। শনিবার (৭ অক্টোবর) ত্রাণ সামগ্রী ও পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি (ল্যান্ড) সোহাগ চন্দ্র সাহা, সহকারী ভূমি অফিসার মোহাম্মদ জাহেরুল ইসলাম, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আসাদ আলী প্রমুখ।

এছাড়া এলাকার বিধ্বস্ত প্রায় একটি মসজিদের জন্য কিছু নির্মাণ সামগ্রী এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য একটি টিউবওয়েলও দেয়া হয়। ৫০ জন ক্ষতিগ্রস্ত শিশুর জন্য শিক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হয়।

উল্লেখ্য, পূর্বনির্ধারিত ৭৮টি পরিবারের মধ্যে ১৫টি পরিবারের কাছে সহায়তা দেয়া হয়। বাকি ৬৩টি পরিবারের কাছে সহায়তা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন পেন্সিলের রিজওয়ানুল আলম, ফারিয়া টিনা, আসিফ ইফতেখার ও তানভীর আহমেদ রুপু।

এমআরএম/আরআইপি