লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা স্টেশনে শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জনকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।শনিবার দুপুরে লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার ঘটনাস্থল পরিদর্শন করে দায়িত্বে অবহেলার জন্য স্টেশন মাস্টার আবু তাহের ও পয়েন্টম্যান নজির হোসেনকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়াও ঘটনা তদন্তে লালমনিরহাট রেলওয়ের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেন্ড মোস্তাফিজুর রহমানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের কথা জানান। কমিটিকে ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রাফিক সুপারিনটেন্ড ডিটিএস মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, এ ঘটনায় কাকিনা স্টেশন মাস্টার আবু তাহের ও পয়েন্টম্যান নজির হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে ঘটনার পর পরই ওই রুটে ট্রেন চলাচল সচল রয়েছে।রবিউল হাসান/এমজেড/এমএস