গাজীপুরে ডুয়েটের ছাত্রলীগ নেতাকে পুলিশ লাঞ্চিত করার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার দুুপুরে ক্যাম্পাসের সামনের সড়কে অবরোধ করা হয়।ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাসির উদ্দিন জানান, ডুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগ নেতা মাসুদ রানা শুক্রবার রাত ৯টার দিকে জয়দেবপুর শহরে থেকে রিক্সাযোগে ক্যাম্পাসে ফিরছিলন। রিক্সাটি শিববাড়ি মোড়ে পৌঁছালে জয়দেবপুর থানা পুলিশের শিক্ষানবিস উপ-পরিদর্শক (পিএসআই) আব্দুল্লাহ রিক্সার গতিরোধ করেন। এ সময় পুলিশ মাসুদ রানাকে নামিয়ে তল্লাশি চালায়। ডুয়েট শাখা ছাত্রলীগ নেতা মাসুদ রানা পুলিশের কাছে বারবার নিজকে ডুয়েটের ছাত্র ও ছাত্রলীগ নেতা পরিচয় দিচ্ছিল। পুলিশ তার কোনো কথা কর্ণপাত করেনি।এ সময় পুলিশ তাকে গ্রেফতার ও মামলায় জড়ানোর হুমকি দেয়। এ নিয়ে দু`জনের বাদানুবাদের এক পর্যায়ে পুলিশ মাসুদ রানাকে শারীরিকভাবে লাঞ্চিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। খবর পেয়ে ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বিষয়টি জয়দেপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানায়। পরে ওসির নির্দেশে পুলিশ তাকে ছেড়ে দেয়।এদিকে, মাসুদ রানাকে পুলিশ শারীরিকভাবে লাঞ্চিত করেছে এ খবরটি শনিবার সকালে ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের সহকর্মী পুলিশ কর্তৃক লাঞ্চিতের ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা। একপর্যায়ে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে গাজীপুর-শিমুলতলী সড়কে নেমে আসে। পরে তারা ওই সড়কে পরিত্যক্ত টায়ার জ্বালিয়ে এবং ইট ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে।খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। তারা সেখানে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে এবং দায়ি পুলিশের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সাড়ে তিনটার দিকে অবরোধ তুলে নেয়।জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা জানান, ডুয়েট শিক্ষার্থীর সঙ্গে পুলিশের এক এসআই`র ভুল বুঝাবুঝি হয়েছিল বিষয়টি সমাধান হয়ে গেছে।আমিনুল ইসলাম/এআরএ/আরআই