নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, সরকারের এমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি যে প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করবে। সরকারের এ কাজটি করার সুযোগও নেই।
শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনিতে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নৌমন্ত্রী আরও বলেন, প্রধান বিচারপতি লিখিতভাবে বলেছেন, তিনি অসুস্থ। তিনি লিখিতভাবে ছুটি নিয়েছেন। রাষ্ট্রপতি ছুটি মঞ্জুর করেছেন। ছুটি কতদিন ভোগ করবেন সেটি প্রধান বিচারপতির বিষয়।
অনুষ্ঠানে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, উপজেলা কমান্ডার আব্দুল জলিল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কে এম নাসিরুল হক/আরএআার/জেআইএম