লক্ষ্মীপুরের অবুঝ শিশু ওমায়ের হোসেন (১৪ মাস) জন্মের এক মাস পর থেকেই হার্নিয়া রোগে আক্রান্ত। রোগটি প্রস্রাবের থলিতে হওয়ায় শিশুটি প্রতিনিয়ত কান্না করছে।
চিকিৎসকরা বলেছেন, তার অপারেশনের জন্য সব মিলে ৩০ হাজার টাকা খরচ হতে পারে। কিন্তু ৩০ হাজার টাকা জোগাড় করাই শিশুটির পরিবারের কাছে কষ্টকর।
ওমায়ের সদর উপজেলার টুমচর গ্রামের আবুল খায়ের কেরানী বাড়ির সিরাজ মিয়া ও বিবি মরিয়মের ছেলে।
জানা যায়, শিশু ওমায়েরসহ বিবি মরিয়মের দুই সন্তান। তার স্বামী সিরাজ অসুস্থ ও বেকার হওয়ায় সন্তানদের নিয়ে মরিয়ম তার বাবার বাড়ি বসবাস করছেন।
এদিকে তার বাবার বাড়ির আর্থিক অবস্থাও খারাপ। এ কারণে সন্তানের চিকিৎসা করাতে পারছেন না তিনি।
শিশুটির মা বিবি মরিয়ম ও নানি হোসনেয়ারা বেগম জানান, এক বছর আগে ওমায়েরের প্রস্রাবের থলিতে হার্নিয়া রোগ দেখা দেয়। পরে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ানো হয়। এতে উন্নতি না হওয়ায় লক্ষ্মীপুর শহরের সিটি হসপিটালের সার্জারি ডা. মো. রাকিবুল আহছান ও কুমিল্লা মেডিকেল কলেজের শিশু সার্জারি অধ্যাপক জামাল সালেহ উদ্দিনের চিকিৎসা নেয়া হয়। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করা হচ্ছে। তবে অপারেশন করলে রোগটি ভালো হবে বলে জানান তারা। এতে প্রায় ৩০ হাজার টাকা প্রয়োজন।
শিশুটির মা জানান, আমার পক্ষে ৩০ হাজার টাকার ব্যবস্থা করা কঠিন। কেউ যদি সহযোগিতা করত তাহলে আমার ছেলে সুস্থ হয়ে উঠবে। ওমায়েরকে সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ নম্বর ০১৭৭৭-৯১০৩৪০।
কাজল কায়েস/এমএএস/জেআইএম