চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের আড়িয়া কৃষি খামারের ইনচার্জ ইলিয়াস হোসেনকে কয়েকজন শ্রমিক লাঞ্ছিত করেছেন। অবৈধ দাবি পূরণ করতে না পারায় এ লাঞ্ছিতের ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ শ্রমিককে চাকরিচ্যুত করেছে কেরুজ চিনিকল কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৭টার দিকে কৃষি খামার ইনচার্জ আড়িয়া বাণিজ্যিক খামারে দাফতরিক কাজ করছিলেন। এসময় ৮-১০ জন শ্রমিক বাড়তি সুবিধা নেয়ার জন্য দাবি করেন। খামার ইনচার্জ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাজ দিতে অপারগতা প্রকাশ করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে তাকে লাঞ্ছিত করেন এবং তার থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেন। খবর পেয়ে কেরুজ ডিজিএম ফার্ম মো. ইমতিয়াজ হোসেন ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটির তদন্ত করেন। দোষী প্রমাণিত হওয়ায় রাতেই কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এডিএম আরশাদ হোসেন আড়িয়া বাণিজ্যিক খামারে শ্রমিক বজলুর রহমান, রেজাউল হক, তানজির হোসেন ও মোজামকে চাকুরিচ্যুত করেন। এ ব্যাপারে রাতে কেরু অ্যান্ড কোম্পানরি সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) আকরাম আলী শিকদার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। সালাউদ্দিন কাজল/এমজেড/আরআইপি