দেশজুড়ে

আইন-শৃঙ্খলা অবনতির দায়ে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

নিজ নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর দায়ে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদকে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক বিশেষ সভায় কবিরকে তিন মাসের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে ইউপি চেয়ারম্যান কবিরকে গ্রেফতারের জন্যও পুলিশকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সাংসদ।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রামে চলমান অস্থিতিশীল পরিবেশ ও বিরোধ নিরসনে অসহযোগিতার কারণে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি থেকে ইউপি চেয়ারম্যান কবির আহমেদকে বরখাস্ত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নবীনগর নির্বাচন ও পূর্ববিরোধ এবং এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে নবীনগর উপজেলার বীরগাঁও ও কৃষ্ণনগর ইউনিয়নে গত কয়েক মাস ধরে চলা বিরোধ নিষ্পত্তির জন্য মঙ্গলবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ডাকা হয়। এতে সংশ্লিষ্টরা উপস্থিত হলেও বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ যোগ দেননি। বিরোধ নিষ্পত্তিতে অসযোগিতার অভিযোগে সভায় সর্বসম্মতিক্রমে কবির আহমেদকে তিন মাসের জন্য কমিটির পদ থেকে বরখাস্ত করা হয়।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়েজুর রহমান।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, নবীনগর পৌরসভার মেয়র মো. মাঈন উদ্দিন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান ও নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এএম/এমএস