দেশজুড়ে

জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের ছোট যমুনা নদীর পানিতে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উত্তর জয়পুর গ্রামের জাকারিয়া সাগরের মেয়ে জিনিয়া আক্তার (৫) অহি এবং একই গ্রামের অনিক হোসেনের মেয়ে মনি (৩)।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিশু নদীর ধারে খেলতে গিয়ে নদীর পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে তাদের মরদেহ নদীতে ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে।

রাশেদুজ্জামান/আরএআর/আইআই