দেশজুড়ে

শিবচরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

মাদারীপুরের শিবচর থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুলাল মল্লিক (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

মঙ্গলবার ভোরে উপজেলার রাজারচর এলাকার মল্লিককান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তল (ইউএসএ), ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের পাশাপাশি অবৈধ অস্ত্র রেখে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা করার পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এ কে এম নাসিরুল হক/এএম/আইআই