ক্যাম্পাস

নানা সমস্যায় জর্জরিত শাবির বঙ্গবন্ধু হল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিরাজমান নানা সমস্যা সমাধানে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে স্মারকলিপি দিয়েছে আবাসিক শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেয়া হয়। উপাচার্য দফতরের একজন প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

স্মারকলিপিতে ডাইনিং ও ক্যন্টিনে নিম্নমানের খাবার সমস্যা দূরীকরণ ও পানি ফিল্টারিংয়ের ব্যবস্থা করা, রিডিং রুমের সংখ্যা বাড়ানো, বাথরুম-টয়লেট ও বেসিন নিয়মিত পরিষ্কার করা, হলের অভ্যন্তরে স্টেশনারি সামগ্রীর দোকানের ব্যবস্থা করা, ইন্টারনেটের গতি ও রাউটার সংখ্যা বৃদ্ধি এবং জরুরি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার দাবি জানায় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বঙ্গবন্ধু হলের সমস্যা সমাধানে হল প্রভোস্টের কাছে তারা বারবার যোগাযোগ করলেও তিনি কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উল্টো শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার হলের প্রভোস্ট এস এম হাসান জাকিরুল ইসলাম বলেন, বিভিন্ন সমস্যা নিরসনে কাজ চলছে। আশা করি দ্রত সমস্যা নিরসন হবে।

আব্দুল্লাহ/এএম/আইআই