জাতীয়

বিমানের চাকা খোলার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

নীলফামারির সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের চাকা খুলে পড়ার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিমানের ডেপুটি চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামকে প্রধান করে এ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে. অভ্যন্তরীণ ফ্লাইট বিজি-৪৯৪ আজ সকাল ৯.৩৩টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের পর সেখানকার কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে জানানো হয় যে, ফ্লাইটটি উড্ডয়নের পর একটি চাকা খুলে পড়ে গেছে। এ সংবাদ পেয়ে ফ্লাইটের অপারেটিং ক্যাপ্টেন আতিক ও ফাস্ট অফিসার ইয়ামিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইর্মাজেন্সি ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক ঢাকায় ইর্মাজেন্সি ল্যান্ডিং এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়। সকাল ১০.২৫টায় ক্যাপ্টেন আতিক রানওয়ের উপর লো লেভেল ফ্লাই করলে তাকে জানানো হয় পেছনের ডানপাশের ৪ নম্বর চাকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব প্রস্তুতি শেষে ক্যাপ্টেন আতিক নিরাপদে ও সফলভাবে ফ্লাইট অবতরণ করান। আরোহী ও উড়োজাহাজের কোনো ক্ষতি হয়নি। জরুরি অবতরণের সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ক্যাপ্টেন জামিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আরএম/এএইচ/এমএস