বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সীগঞ্জে সদর উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। বুধবার বিকেল ৪টার দিকে মুক্তারপুর বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
পরে পুলিশি বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে তারা প্রতিবাদ সমবেশ করে নেতাকর্মীরা। সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খাঁন মুকুল, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তোতা মিয়া, জেলা শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল আজিম স্বপন, শহর বিএনপির আইন বিষয়ক সম্পাদক হালিম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা নিজামউদ্দিন মেম্বার, যুবদল নেতা সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম