‘স্পেশাল সাজেশন, পড়লেই কমন শতভাগ। প্রতি সাজেশন ৪০ টাকা। প্রতি বছরই আমরা স্পেশাল সাজেশন বিক্রি করি। এ বছরেও বিক্রি করছি।’
সাজেশন বিক্রি নিষিদ্ধ হলেও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঠিক এভাবেই শতভাগ নিশ্চয়তা দিয়ে বিক্রি করা হচ্ছে ‘স্পেশাল সাজেশন’।
বুধবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে জাগো নিউজের এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় এক সাজেশন বিক্রেতার।
তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) ‘সি’ ইউনিটের পরীক্ষা উপলক্ষে বিক্রি করছি এসব সাজেশন।’
অন্য ইউনিটের সাজেশন আছে কি-না? জানতে চাওয়া হলে ওই বিক্রেতা বলেন, ‘সব ইউনিটেরই আছে। আমরা নিজেরা এসব তৈরি করি। এখান থেকে কমনও পড়ে শতভাগ।’
কমন পাওয়ার আশায় অনেক শিক্ষার্থীকে এসময় স্পেশাল সাজেশন কিনতে দেখা যায়।
এ বিষয়ে কথা বলতে চাইলে কয়েকজন ভর্তিচ্ছু বলেন, ‘যদি কমন পড়ে তাই কিনেছি। শেষ মুহূর্তের প্রস্তুতি তে কাজে লাগতে পারে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব স্পেশাল সাজেশন বিক্রির বিষয়ে পূর্বেই নিষেধাজ্ঞা জারি করেছিল। ক্যাম্পাসে কেউ এসব সাজেশন বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ারও কথা জানায় প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘যেহেতু এখন বিষয়টি জানতে পেরেছি, তাই আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি। ক্যাম্পাসে কেউ কোনো ধরনের সাজেশন বিক্রি করতে পারবে না।’
আবদুল্লাহ রাকীব/বিএ