দেশজুড়ে

মাগুরায় কাত্যায়নী উৎসব শুরু

মাগুরায় যথাযথ মর্যাদায় ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে মাসব্যাপী কাত্যায়নী উৎসব। বৃহস্পতিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে ৫ দিনের এ পূজা। মেলা চলবে এক মাস।

প্রায় একশ বছর ধরে মাগুরায় দুর্গাপূজার এক মাস পর এ পূজার আয়োজন করা হচ্ছে। এ বছর শহরের স্মৃতি সংঘ, বটতলা, সাতদোহা, চঞ্চল বাবার আশ্রম, বৈদ্যবাটি, বাটিকাডাঙ্গাসহ জেলার ৯১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার দেশবাসীকে পূজার শুভেচ্ছা জানিয়ে জাগো নিউজকে বলেন, এবছর প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের নজর কাড়তে আলোকসজ্জা, দৃষ্টি নন্দন তোরণ, মিউজিকসহ বিশেষ আকর্ষণীয় ও চমকপ্রদ ব্যবস্থার আয়োজন করা হয়েছে। তিনি সকলকে পূজা ও উৎসব উপভোগের আহ্বান জানান।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জাগো নিউজকে জানান, দেশি বিদেশি দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশ সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে শহরের বিভিন্ন মণ্ডপের সার্বিক আইনশৃঙ্খলা পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরাফাত হোসেন/এফএ/আরআইপি