ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. খোকন (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বালুয়াকান্দি এলাকায় দুই ছিনতাইকারীর ছুরির আঘাতে মো. খোকনের মৃত্যু হয়। নিহত খোকন মিয়া নারায়ণগঞ্জের নবীনগর কেএমসি এয়ার গ্যাস ইন্ডা: লি: এর সুপারভাইজার ছিলেন।
ট্রাকের চালক মো. তোফাজ্জল হোসেন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লা থেকে মাল ডেলিভারি করে (অক্সিজেন সিলিন্ডার) রাত দেড়টায় মুন্সীগঞ্জের গজারিয়া বালুয়াকান্দি এলাকায় যানজটের কবলে পরতে হয়। এসময় দুইজন ছিনতাইকারী প্রথমে আমাকে ছুরি দিয়ে আটক রেখে তল্লাশি করে। কিছু না পেয়ে আমার পাশে থাকা সুপারভাইজার খোকনকে তল্লাশি করতে গেলে আমি গাড়ি থেকে বের হয়ে চিৎকার করতে থাকি। এসময় কেউ সারা দেয়নি। পরে আমি গাড়ির সামনে গেলে দেখি খোকন আহত অবস্থায় পরে আছে।
তিনি আরও জানান, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় তাকে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোকন নেত্রকোনা জেলার সতরোসি গ্রামের মো. নাদের উজ্জামানের ছেলে।
গজারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানায়, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/আইআই