নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় মানিক (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
নিহত মানিক সৈয়দপুর শহরের হাতিখানা বানিয়াপাড়া মহল্লার দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে রেল লাইনের উপরে বসে মোবাইলে হেডফোন লাগিয়ে গান শুনছিল মানিক। এ সময় ট্রেনটি দক্ষিণ আউটার সিগনাল এলাকা অতিক্রম করার প্রাক্কালে হর্ন দিলেও তিনি শব্দ না শোনায় ট্রেনের ধাক্কায় রেল লাইনের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জাহেদুল ইসলাম/আরএআর/আইআই