খেলাধুলা

ম্যারাডোনার বাবার মৃত্যু

আর্জেন্টাইন ফুটবল  কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার বাবা ডন দিয়েগো (৮৭) মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স অ্যায়ারসের একটি হাসপাতালে তিনি মারা যান। হার্ট ও শ্বাস-প্রশ্বাসজনিত  সমস্যায় ভুগছিলেন ডন দিয়াগো। ম্যারাডোনা এক বিবৃতিতে বলেন, হেলো, আমি দিয়েগো ম্যারাডোনা এবং যারা আমার বাবাকে অসাধারণ সেবা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। দুঃখজনক হলেও সত্যি যে তিনি আর আমাদের মাঝে নেই। তবে আশা করি তিনি সুখেই থাকবেন।এএইচ/এমএস