দেশজুড়ে

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওফির উদ্দিন (৪৫) নামে এক দোকানির মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার খোসগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওফির উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আমির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওফির প্রতিদিনের ন্যায় শুক্রবার নিজ দোকানের তালা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এআরএ/এমএস